ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বহুমূখী প্রতারক আলমগীরের ভয়ংকর অপরাধ সম্রাজ্য

সাংবাদিকতার সাইনবোর্ডের আড়ালে অপসাংবাদিকতা করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,বহুমূখী প্রতারক গাজী আলমগীরের বিরুদ্ধে,যিনি একাদিক পরিচয় বহন করে থাকেন কখন ও ভ্রাম্যমাণ ম্যাজিট্রেট,সিআইডি,সাংবাদিক,ট্রাভেল এজেন্সির মালিক,এমন কি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় পরিচয় দিয়ে ও প্রতারণার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রাজধানীর খিলক্ষেত এলাকায় দীর্ঘ দিন থেকে পরিবার নিয়ে বসবাস করছেন এই ভন্ড প্রতারক আলমগীর গ্রামের বাড়ি কুমিল্লা সদর পরিচয় দিয়ে থাকেন।প্রায় বছর খানেক আগে খিলক্ষেতের সাদা মিয়া নামের এক আলেমের সাথে পরিচয় হয়,ঐ ভুক্তভোগী আলেম এক ব্যক্তিকে চাকুরির জন্য প্রায় সাত লক্ষ টাকা দিয়েছেন,লোকটি টাকা নিয়ে আত্মগোপন করায়।আলেম হতাশায় পড়ে যান,সাংবাদিকের সাহায্য নিতে এসে আরেক ভন্ড,প্রতারক সাংবাদিকের হাতে পড়েন,ভুক্তভোগী আলেমকে আসামি হাজির ও টাকা উদ্বার করার মিথ্যা আশ্বাস দিয়ে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেন ভূয়া ভন্ড প্রতারক সাংবাদিক আলমগীর।সাপ্তাহিক অপরাধ জগত ও তিতাস পত্রিকার পরিচয় বহন করে প্রতারণা করে আসছেন দীর্ঘদিন থেকে।

টাকা উদ্বার ও আসামী হাজির করতে না পারায় ভুক্তভোগী আলেম তার পরিবারের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও মামলার হুমকী দিয়ে আসছেন তার স্ত্রী।

এই বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক রকি পাটওয়ারী,উক্ত অভিযোগের তদন্ত করতে তার পরিচয় দেওয়া প্রতিষ্ঠান অপরাধ জগত ও তিতাস পত্রিকা অফিসে যোগাযোগ করলে উল্ল্যেখিত পত্রিকার সম্পাদকরা জানান আলমগীর হোসেন নামে আমাদের কোন প্রতিনিধি নেই,যদি আমাদের পত্রিকার নাম ভাঙ্গিয়ে কেউ প্রতারণা কিংবা চাঁদাবাজি করে সে ক্ষেত্রে তাকে নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ জানিয়েছেন।এই বিষয়ে মুঠোফোনে গাজী আলমগীরের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকের সাথে অশ্লীন ভাষায় গাল মন্দ করেন এবং প্রাণ নাশের হুমকি প্রদর্শন করায় প্রতিবেদক তার নিরাপত্তার স্বার্থে খিলক্ষেত থানায় জিডি দায়ের করেন যাহার নাম্বার ৬০৩,উক্ত জিডির তদন্ত কর্মকর্তা এস আই রিপন কুমার জানান আমরা জিডি কোর্টে ফেরন করেছি আদালতের অনুমতি পেলেই,আমরা তদন্ত কার্যক্রম শুরু করবো।

ads

Our Facebook Page